স্বাস্থ্যবিধি মানাতে সারাদেশে মাঠে নেমেছে পুলিশ।
সময় সংবাদ বিডি-ঢাকা:বৈশ্বিক মহামারি কারোনাভাইরাসের প্রকোপ দেশে অনেকটা কমে গিয়েছিল। তবে গত কয়েক দিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। এই অবস্থায় আবার জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রবিবার থেকে সারাদেশে মাঠে নেমেছে পুলিশ। ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী শুরু করেছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়তে হবে নাগরিকদের। মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে।
পুলিশের পক্ষ থেকে এখনই জরিমানার মতো কড়াকড়ি আরোপ করা হচ্ছে না। কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাসটা অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে জনসচেতনতা বাড়ার পাশাপাশি করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।
রবিবারও করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের। আর নতুন করে দুই হাজার ১৭২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। করোনার এই নতুন ধাক্কা সামলাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এখনই সাধারণ ছুটির কথা না ভাবলেও পরিস্থিতি জটিল আকার ধারণ করলে যেকোনো সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ব্যাপারে যে ঘোষণা এসেছিল সেটা থেকেও ফিরে আসতে পারে সরকার।
Leave a Reply