সময় সংবাদ বিডি ঢাকাঃ দেশে এখন থেকে ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকায় কিছু কিছু যায়গায় মধ্যরাতের ঘন কুয়াশা থাকবে আগামী তিন দিন। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর সূত্রে,এসব তথ্য জানাযায় ।
অধিদপ্তরের পরবর্তী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে,এ সময়ে শেষার্ধে রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিনও এভাবেই রাতের তাপমাত্রা কমে গিয়ে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য, অনুযায়ী ঢাকায় আজ মঙ্গলবার সকালে বাতাসের গতি ছিল ৮ থেকে ১২ কিলোমিটার। গতকাল সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।তবে (১৭) ডিসেম্বর পর আর আবহাওয়া বড় পরিবর্তন আসতে পারে এমন কি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply