কবিতা:স্বপ্নীল অনুভূতি।
তুমি আর আমি খুব কাছাকাছি বসে ছিলাম
মাঝখানে শুধু ইঞ্চি দুয়েক ফাঁক ছিলো।
কথার পিঠে কথা চড়িয়ে
সময়টাকে দীর্ঘ করার নিদারুণ প্রচেষ্টা ছিলো,
তবু নিষ্ঠুর সময় কেন যেন
খুব দ্রুতই আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে গেলো,
তবু সাহস করে বলা হলনা
“তোমার হাতটা একটু ধরি?”
জানো! আমি সেই থেকে প্রতিদিন স্বপ্ন দেখি,
তোমার হাত ধরে বসে থাকার স্বপ্ন,
তোমার ললাটে ছোট্ট করে চুম্বন এঁকে দেওয়ার স্বপ্ন,
ভালোবেসে তোমার খোপায়
ছোট্ট একটি গোলাপ গুজে দেওয়ার স্বপ্ন।
আমি আজো স্বপ্নেই বসে আছি,
বাস্তবে ফেরা আর হলনা আমার।
লেখক:শেখ ওমর ফারুখ।
Leave a Reply