নোয়াখালীঃ কোভিড-১৯ করোনা সংকট মোকাবেলায় নোয়াখালী হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ৪র্থ ধাপে বেকার হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্টসমাজ সেবক ও প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু। তিনি হাতিয়া কমিউনিটি কলেজের প্রতিষ্ঠাতা।
শনিবার (২৩ মে) সকালে প্রায় ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, আমি অতীতেও জনগণের পাশে ছিলাম ভবিষ্যতে ও অসহায় মানুষদের মাঝে থাকবো ইনশাআল্লাহ ।
বিশিষ্ট এই সমাজ সেবক বলেন, আমি করোনা কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে এর আগেও আরো তিন বার অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
Leave a Reply