ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
নোয়াখালীঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বাজার তদারকিতে এই অভিযান পরিচালনা করেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেশি দাম রাখার কারণে এবং মূল্য তালিকা না থাকার কারণে ১২ টি দোকানীকে ২৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দেশের এই সংকটাপন্ন সময়ে যারা দ্রব্যমূল্যের দাম বেশি রাখছেন তাদেরকে আমরা জরিমানা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছি। তবে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply