
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
নোয়াখালীঃ মহামারী করোনার প্রাদুর্ভাব থেকে বাচঁতে সবায় যখন ঘরে অবস্থান করছেন ঠিক এমন সময় ঘরে থাকা অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবিকা ফৌজিয়া খিলজি সোহেলী।
তিনি নোয়াখালী জেলার হাতীয়া উপজেলার বিখ্যাত জমিদার পরিবার আলহাজ্ব আজহার উদ্দিন মিয়ার সুযোগ্য নাতনী ও আলাউদ্দিন খিলজির মেয়ে।
এর আগেও ফৌজিয়া খিলজি সোহেলী হাতিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ও পাড়ায় অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে। দিয়েছেন নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সামগ্রী।
এর ধারাবাহিকতায় আজ সোমবার (১২ এপ্রিল) হাতিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে নিজ অর্থায়নে প্রায় চার হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদান হিসেবে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, পিয়াজ, সাবান ও মাক্স বিতরণ করেছেন। প্রয়োজন সাপেক্ষে অনুদান দিয়েছেন নগদ অর্থ।
অনুদান বিতরণ শেষে ফৌজিয়া খিলজি সোহেলী সময় সংবাদ বিডিকে বলেন, এর আগে আমি রাজধানী ঢাকায় প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
বিশিষ্ট এই সমাজ সেবিকা বলেন, আমাদের পরিবার অতীতেও দরিদ্র মানুষের পাশে ছিলো। ১৯৭৪ সালের দূর্ভিক্ষে আমার চাচা ৫ হাজার মণ ধান মানুষের মাঝে বিতরণ করেন। আমার জেঠা মরহুম নবীর উদ্দিন সাফদার একাধারে ৬ বার সুখচর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও আমার দাদা আলহাজ্ব আজহার উদ্দিন মিয়া হাতিয়ায় ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।
তিনি আরো বলেন, ইনশা-আল্লাহ আগামীতেও আমি আমাদের পরিবারের ধারাবাহিক সেবামূলক কার্যক্রমে সবসময় সক্রিয় থাকবো। এবং আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যাবো।