
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
নোয়াখালীঃ নোয়াখালী হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্য গুদামের সামনে মেইন সড়কের উপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার দুপুর ২ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন বাসিন্দা সময় সংবাদ বিডিকে বলেন, দুটি মোটরসাইকেল মুখোমুখী সংর্ঘষ হয়। এদুর্ঘটনায় বুডিরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আবদুল হালিম সবুজ (৪১) নিহত হয়েছেন। তিনি লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
উক্ত ঘটনাস্থলে আরো তিনজন গুরুতর আহত হয়। ইলিয়াস, জাফর ও অজ্ঞাত আরেকজন। জাফর ও ইলিয়াসের বাড়ি জাহাজমারা বাজারের দক্ষিণ পাশে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।