
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
নোয়াখালীঃ নোয়াখালীর হাতিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আর ৩৬ সদস্য বিশিষ্ট নবগঠিত এই আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডাক্তার মোজাহিদ বিল্লাহ।
গত মার্চ মাসের ১৭ তারিখ হাতিয়া উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয় নোয়াখালীর জেলা কমিটি। জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত জাতীয়তাবাদী যুবদলের নিজস্ব প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পরেই ডাক্তার মোজাহিদ বিল্লাহ তমরদ্দি ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন।
মোজাহিদ বিল্লাহ সময় সংবাদ বিডিকে বলেন, অতীতে আমি দলের দুঃসময়ে কর্মীদের সুখে দুঃখের সঙ্গী হিসেবে কাজ করেছি। এর আগে আমি তমরদ্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। ইনশাআল্লাহ আমি বাকী জীবন দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করে তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকবো।