
মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীঃ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের কাপড় ব্যাবসায়ীর দোকান থেকে চুরি যাওয়া মোবাইল ফোন জয়পুরহাট সদর থানা এলাকা থেকে উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার জয়পুরহাট সদর থানার সহায়তায় জে- ৭ প্রাইম মডেলের মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ ও এএস আই মুক্তার হোসেন।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ফোনের প্রকৃত মালিক রাসেল সরকারকে থানায় ডেকে তাকে ফোনটি ফেরত দেওয়া হয়।
তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু। মোহনপুর থানার অধীনে কোন জনসাধারণ সমস্যায় পড়ে পুলিশকে জানালে থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে তা সমাধানের জন্য পদক্ষেপ নেব।
মোহনপুর থানার এএস আই মুক্তার হোসেন বলেন, থানায় অভিযোগের ১৫ দিনের মধ্যেই ফোনটি উদ্ধার করতে পেরেছি। আজ তা মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।