
সময় সংবাদ বিডি -ঢাকা: প্রথম বারের মত সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অভিনেত্রী ও নাট্যনির্মাতা হৃদি হক। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার নাম -১৯৭১ সেই সব দিন। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত এই সিনেমাটিতে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পরীমণি ও সুদীপ বিশ্বাস দীপ।
আজ (৩ মার্চ) মঙ্গলবার ঠাঁকুরগায়ে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক হৃদি হক। শুটিংয়ে পরীমণি, সুদীপ বিশ্বাস দীপ ছাড়াও আরও অনেকেই অংশ নিচ্ছেন বলেও জানান তিনি।