
সময় সংবাদ বিডি-ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণের কোতোয়ালী জোনাল টিম ৪০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার সকাল ০৭.০০টায় সায়দাবাদ কেন্দ্রীয় মোটরগ্যারেজ টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের নাম মোঃ রায়হান উদ্দিন (৩২)।
আটককৃত রায়হান একজন মাদক ব্যবসায়ী । তিনি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন।
বাসটি সায়দাবাদ এলাকায় আসলে পুলিশ তল্লাশী করে এবং রায়হানের কাছ থেকে ৪০০০পিস ইয়াবা পাওয়া যায়।
যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।